শিল্পী হিসেবেই পরিচিত মোঃ ইসমাইল আহমেদ

 



মোঃ ইসমাইল আহমেদ একজন বাংলাদেশি সংগীত শিল্পী। তার জন্ম ০৩ আগস্ট ২০০২, লক্ষীপুর জেলায়।

(গানের সুর মানুষকে পাগল করে, কাছে টানে। সুর স্রষ্টার দান, স্রষ্টা সুর নামক এ মহামূল্যবান সম্পদ সবাইকে ঢালাওভাবে দেন না, সুরের খেলা যিনি খেলেন মানুষ তার প্রভিভা দেখে তাকে আপন করে কাছে টেনে নেন, হৃদয়টা মেলে ধরে মানুষ সে সুরের সুধা পান করেন।)


এমনই একজন প্রতিভাবান তরুণ কণ্ঠশিল্পী লক্ষীপুর জেলার সাধারন ঘরের কৃতি সন্তান মোঃ ইসমাইল আহমেদ। ছোট বেলা থেকেই লেখালেখির প্রতি যথেষ্ট আকর্ষণ কাজ করতো তার। আর তাই নিরবে নিভৃতে লিখে যেতেন গান, কণ্ঠ উজার করে গাইতেন গান। আর এভাবেই একদিন গীতি কবি হিসেবে নাম লেখান বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে।

অল্প বয়সে নিজের গীতিকবিতায় বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। এবং প্রকাশের অপেক্ষা রয়েছে আরও বেশকিছু নতুন গান।


বর্তমান সময়ে লক্ষীপুরের উদীয়মান তরুন কন্ঠশিল্পী মোঃ ইসমাইল আহমেদ। কন্ঠটা বেশ মিষ্টি । ছোট বেলা থেকেই গানের প্রতি অদম্য টান মিলনের। তাই বাল্যকাল হতেই গান গাওয়ায় হতেখড়ি হন তিনি। প্রথম প্রথম একজন ওস্তাদের কাছে বেশকিছুদিন তালিম নেন। আয়ত্ব করেন গানের বিভিন্ন দিক। নিয়ম করেই গানের চর্চা চালিয়ে যান তিনি। গান নিয়ে তার অনেক স্বপ্ন,স্বপ্নের পাখায় পালক সংযোজন করাতে গিয়েছেন বহু মানুষের কাছে । বরাবরই বিমুখ হয়েছেন। কিন্তু দীর্ঘদিনের সঙ্গীত সাধনা এবার সার্থক হয়েছে ইসমাইলের । নিজের কথা ও সুরে কণ্ঠে তুলেছেন বেশ কিছু গান।

Comments

  1. এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে

    ReplyDelete
  2. আমিও শিল্পী হতে চাই

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ফটোগ্রাফার হিসেবে খুব পরিচিত জাহাঙ্গীর আলম জাহিদ

মানুষের সাথে প্রতারণা করে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ০১ নং ওয়ার্ডের গাছিগো বাড়ীর আবু তাহেরের মেয়ে হাসিনা