ডাক্তারপাড়া খেলোয়াড়দের অনুপস্থিত থাকায় আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের বিজয়

 



ফজুমিয়ার হাট হাওলাদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 

একটি শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।



উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন ১২টি  সুপারস্টার দল।



উক্ত খেলায় অংশগ্রহণ করেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের সুপারস্টার খেলোয়াড় বৃন্দ।



উক্ত খেলায় ১১/০১/২০২১ রোজ মঙ্গল বারে ফজুমিয়ার হাট রনি পাঠাগারের সাথে ৫,২ ওভার বল এ আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব দলটি জিতে যায়।



এবং আজ দ্বিতীয় ম্যাচে ডাক্তারপাড়া বনাম আব্দুর রব বাজারে স্পোর্টিং ক্লাবের খেলার কথা। এতে ডাক্তারপাড়া খেলোয়াড়দের অনুপস্থিত থাকার কারণে আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় কে বিজয় ঘোষণা করেন হাওলাদার স্পোর্টিং ক্লাব পরিচালক কমিটি।



উক্ত খেলায় উপস্থিত ছিলেন আব্দুর রব বাজারে স্পোর্টিং ক্লাব পরিচালনা কমিটি ও খেলোয়াড় বিন্দু,

পরিচালনায়- মোঃ সাইফুল ইসলাম নিরব ও জনাব মোঃ হায়দার আলী (উক্ত কমিটির সদস্য)। 



- Reporter: Md. Ismail Ahmed 

Contact - mdismailahmedofficial@gmail.com

Comments

Popular posts from this blog

মানুষের সাথে প্রতারণা করে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ০১ নং ওয়ার্ডের গাছিগো বাড়ীর আবু তাহেরের মেয়ে হাসিনা

ফটোগ্রাফার হিসেবে খুব পরিচিত জাহাঙ্গীর আলম জাহিদ