বিজয় নিয়ে মাঠ ছাড়লেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা


 

ফজুমিয়ার হাট হাওলাদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত শটপিচ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন ১২টি সুপার স্টার দল। উক্ত খেলায় অংশগ্রহণ করেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের সুপার স্টার খেলোয়াড় বিন্দু। 


ফজুমিয়ার হাট রনি পাঠাগারের মুখমুখি হন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব। 


টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফজুমিয়ার হাট রনি পাঠাগার অন্য দিকে বল হাতে আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব। 


টসে জিতে প্রথম ৭.৩ ওভারে ৮০ রান করে অল আউট হয়ে যায় ফজুমিয়ার হাট রনি পাঠাগার এবং ৮১ রানের টার্গেট দেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবকে, আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব ৮১ রানের টার্গেটে ব্যাট করে ২উইকে হারিয়ে ৫.২ ওভারে ৫ উকেট এবং ২.৪ বল হাতে রেখে বিজয় নিয়ে মাঠ ছাড়লেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব. 

উক্ত খেলায় বিজয় সকল খেলোয়াড় বিন্দুকে মেডেল দিয়ে শুভেচ্ছা জানালেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটি,,। 

জনাব মোঃ সাইফুল ইসলাম নিরব (পরিচলনা কমিটি আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব)

৮ নং চর কাদিরা, ৪নং ওয়ার্ড, আব্দুর রব বাজার, কমল নগর, লক্ষীপুর.




- Reporter: Md. Ismail Ahmed 

Contact: mdismailahmedofficial@gmail.com

Comments

Popular posts from this blog

ফটোগ্রাফার হিসেবে খুব পরিচিত জাহাঙ্গীর আলম জাহিদ

মানুষের সাথে প্রতারণা করে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ০১ নং ওয়ার্ডের গাছিগো বাড়ীর আবু তাহেরের মেয়ে হাসিনা