Posts

একটি শিক্ষামূলক পোস্ট ফেসবুকে আপলোড করেন এন.এস রায়হান

Image
  এন.এস রায়হান তার নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি শিক্ষামূলক পোস্ট করেন, পোস্ট এ যা লেখা ছিল তা দৈনন্দিন জীবনে সবার কাজে আসবে। তিনি লেখেনঃ ১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে। ১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।  ২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন। ৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।  ৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন। ৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। ৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনা...

কোটিপতি স্বামীকে ছেড়ে ১৩ বছরের ছোট অটোচালকের সাথে পালালেন স্ত্রী

Image
  কোটিপতির স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল এক অটোচালকের সাথে। বয়সে সে ১৩ বছরের ছোট। অবশেষে সেই সম্পর্ককে পরিণতি দিতে বাড়ি থেকে পালালেন প্রেমিকের অটোরিকশায় করে। সাথে নিলেন মোটা অঙ্কের অর্থ। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ইনদওরের খাজরানায় ঘটেছে এই ঘটনা। জানা গেছে, ওই নারীর স্বামী একজন ব্যবসায়ী। এর জেরে তার কয়েক কোটি টাকার সম্পত্তিও রয়েছে। খবর ডিএনএ ইন্ডিয়ার। পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। ওইদিন রাতে স্ত্রী বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী ফেরেনি এবং বাড়ি থেকে ৪৭ লাখ রুপি গায়েব হয়ে গেছে। স্বামীর অভিযোগ, এক অটোচালকের সাথে পালিয়েছেন তার স্ত্রী। জানা গেছে, ওই অটোচালকের নাম ইমরান। তিনি ওই নারীর থেকে প্রায় ১৩ বছরের ছোট। ইমরান ওই নারীকে প্রায়শই বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ওই ধনী ব্যক্তির অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপর ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও ইমরান এবং ওই নারীর খোঁজ এখনো পায়নি পুলিশ। তাদের খোঁজে বিভিন্...

ডাক্তারপাড়া খেলোয়াড়দের অনুপস্থিত থাকায় আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের বিজয়

Image
  ফজুমিয়ার হাট হাওলাদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে  একটি শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন ১২টি  সুপারস্টার দল। উক্ত খেলায় অংশগ্রহণ করেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের সুপারস্টার খেলোয়াড় বৃন্দ। উক্ত খেলায় ১১/০১/২০২১ রোজ মঙ্গল বারে ফজুমিয়ার হাট রনি পাঠাগারের সাথে ৫,২ ওভার বল এ আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব দলটি জিতে যায়। এবং আজ দ্বিতীয় ম্যাচে ডাক্তারপাড়া বনাম আব্দুর রব বাজারে স্পোর্টিং ক্লাবের খেলার কথা। এতে ডাক্তারপাড়া খেলোয়াড়দের অনুপস্থিত থাকার কারণে আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় কে বিজয় ঘোষণা করেন হাওলাদার স্পোর্টিং ক্লাব পরিচালক কমিটি। উক্ত খেলায় উপস্থিত ছিলেন আব্দুর রব বাজারে স্পোর্টিং ক্লাব পরিচালনা কমিটি ও খেলোয়াড় বিন্দু, পরিচালনায়- মোঃ সাইফুল ইসলাম নিরব ও জনাব মোঃ হায়দার আলী (উক্ত কমিটির সদস্য)।  - Reporter: Md. Ismail Ahmed  Contact - mdismailahmedofficial@gmail.com

বিজয় নিয়ে মাঠ ছাড়লেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা

Image
  ফজুমিয়ার হাট হাওলাদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত শটপিচ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন ১২টি সুপার স্টার দল। উক্ত খেলায় অংশগ্রহণ করেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের সুপার স্টার খেলোয়াড় বিন্দু।  ফজুমিয়ার হাট রনি পাঠাগারের মুখমুখি হন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব।  টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফজুমিয়ার হাট রনি পাঠাগার অন্য দিকে বল হাতে আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব।  টসে জিতে প্রথম ৭.৩ ওভারে ৮০ রান করে অল আউট হয়ে যায় ফজুমিয়ার হাট রনি পাঠাগার এবং ৮১ রানের টার্গেট দেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবকে, আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব ৮১ রানের টার্গেটে ব্যাট করে ২উইকে হারিয়ে ৫.২ ওভারে ৫ উকেট এবং ২.৪ বল হাতে রেখে বিজয় নিয়ে মাঠ ছাড়লেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব.  উক্ত খেলায় বিজয় সকল খেলোয়াড় বিন্দুকে মেডেল দিয়ে শুভেচ্ছা জানালেন আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটি,,।  জনাব মোঃ সাইফুল ইসলাম নিরব (পরিচলনা কমিটি আব্দুর রব বাজার স্পোর্টিং ক্লাব) ৮ নং চর কাদিরা, ৪নং ওয়ার্ড, আব্দুর রব বাজার, কমল নগর, লক্ষীপুর. - Reporter: M...

গ্রামের ডাঃ নাছির উদ্দিন হতে চান চেয়াম্যান প্রার্থী

Image
  লক্ষীপুর কমল নগরের ০৮ নং চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান ডাঃ নাছির উদ্দিন।  তিনি বলেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমি ও হতে চাই চেয়ারম্যান প্রার্থী। এলাকা বাসী আছে আমার পক্ষে ইনশাআল্লাহ বিজয় নিয়ে আসতে পারব। তিনি আরো বলেন বর্তমান যুগে আমাদের মতো লোক চেয়ারম্যান হিসাবে চাই জনগণ। 

ফটোগ্রাফার হিসেবে খুব পরিচিত জাহাঙ্গীর আলম জাহিদ

Image
বাংলাদেশের নোয়াখালীর সেরা ফটোগ্রাফার জাহাঙ্গীর আলম জাহিদ, পেশায় তিনি ফটোগ্রাফার, তিনি এক নামে পরিচিত 'নোয়াখাইল্লা ফটোগ্রাফার'। তিনি বলেনঃ-   অনেকই এখন ফটোগ্রাফার দেরকে ভয় পান ভাই মনে রাখবেন সব মানুষ কিন্তু একনা সব ডিপার্টমেন্টেই কিছু ভালো খারাপ মানুষ থাকে। আমি আপনাদের মাঝে গত চার বছর ফটোগ্রাফি করে আসচি,গত চার বছর আপনাদের যেই পরিমান সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি তাতে আমি ধন্য। জদিও কোথাও কোন ভুল করে থাকি দয়া করে খমা করবেন। ইনশাআল্লাহ আগামী দিন গুলোতেও যেন আপনাদের বিশ্বাস আস্তা ভালোবাসা নিয়ে ফটোগ্রাফি করতে পারি দোয়া করবেন। আসা করি আগামী দিন গুলোতেও এই ভাবে আমাকে সাপোর্ট করবেন।  আপনাদের বিশ্বাসতো নোয়াখাইল্লা ফটোগ্রাফার কে আপনাদের যেই কোন সময় যেই কোন পরিবেশ এ আপনাদের ফটো তোলার জন্য পাসে পাবেন ইনশাআল্লাহ। professional photography service 📸 Contact 01886785252

মানুষের সাথে প্রতারণা করে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ০১ নং ওয়ার্ডের গাছিগো বাড়ীর আবু তাহেরের মেয়ে হাসিনা

Image
 লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ০১ নং ওয়ার্ডের গাছিগো বাড়ীর আবু তাহেরের মেয়ে হাসিনা. আজাদ নামের এক প্রবাসী ছেলের সাথে সাত বছর রিলেশন করে ১২ লক্ষ টাকা খেয়ে আরো অনেক কিছু আরতোসাথ করে এবং তার পরিবার মিলে খাই এখন অস্বীকার করছেন. যখন তাদের রিলেশনের বয়স ০৪ বছর চলে তখন তারা কাজীর মাধ্যমে বিয়ে দেন তার পরিবার মিলে আজাদের ঘামঝরানো টাকা খেয়ে হাসিনা এবং তার পরিবার মিলে মেয়ে চুরি করে এখন মানিক নামের এক ছেলের থেকে বিয়ে দেন,,ঐ ছেলের বাড়ি হলো  দশনা পাড়া গ্রামের ০৪ নং ওয়ার্ড দক্ষিণ বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে মানিক। এবং এ বিষয়ে মানিক পরিবার সব কিছু জানানো হয় মেয়ের অনেক অনেক খারাপ ছবি এবং অনেক কিছু তাদের পুরো পরিবার কে দেখানো হয়।